Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

নাগেশ্বরীতে মাদক বিরোধী অভিযান: মাদক ব্যবসায়ীদের বসতবাড়ি উচ্ছেদ

 


আজ, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত লোক একত্রিত হয়ে “মাদক বিরোধী মিছিল” আয়োজন করে। মিছিলে স্লোগান ছিল “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।” মিছিলের মাধ্যমে এলাকার প্রধান মাদক ব্যবসায়ী মনু, মকতো, ভোলা ও সামসুলের বসতবাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হয়।


গত ২১ ফেব্রুয়ারি নাগেশ্বরী বাজার ব্রিজ সংলগ্ন আব্দুল লতিফের মোবাইল সার্ভিসিং দোকানে হামলার ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নেন। সেই সময়, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সহ প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।


ইউএনও সিব্বির আহমেদ মাদক ব্যবসায়ীদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেন। ওই আলোচনায় সিদ্ধান্ত নেয়া হয় যে, মাদক ব্যবসায়ী মনু, মুকতো এবং তাদের পরিবারের সদস্যদের আগামী সাত দিনের মধ্যে তাদের বসতবাড়ি ভেঙে উচ্ছেদ করতে হবে। একইসাথে, তাদের জমি ১৫ দিনের মধ্যে এলাকাবাসীর নামে রেজিস্ট্রি করার শর্তে তারা যে পরিমাণ টাকা পাবেন, তা স্থানীয়দের প্রদান করবে। এছাড়া নগদ ৫০ হাজার টাকাও দেওয়ার কথা হয়।


বসতবাড়ি উচ্ছেদ না হওয়ায়, আজ মাদক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কলেজের প্রভাষক মিন্টু, হারিসুল বারী রনি, মাহমুদুল হাসান হাজী সোহেল, রবিউল ইসলাম রানু, জাহাঙ্গীর আলম মতি, জাহিদুল ইসলাম জাদু, খতিবর বেপারী, নাগেশ্বরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ মানুষ। মিছিলে একত্রিত হয়ে এলাকাবাসী মাদক মুক্ত সমাজ গড়ার শপথ নেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন।


এমন উদ্যোগে এলাকার জনগণের সক্রিয় অংশগ্রহণ, প্রশাসনিক সহায়তা এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে নাগেশ্বরী অঞ্চলের মাদক ব্যবসা নির্মূলের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments