Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রমজানকে স্বাগত জানিয়ে রাজারহাট জামায়াতে মিছিল

 


পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী,রাজারহাট উপজেলা শাখা।


আজ শুক্রবার আছর নামাজের পর কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষে উপজেলা জামায়াত অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা আমীর মাওলানা কফিল উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট আহাম্মদ আলী সহ দলের নেতৃবৃন্দরা।




বক্তারা বলেন, রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তরা বন্ধ রাখতে হবে। সিনেমা হল বন্ধসহ সকল ধরনের অশ্লীলতা পরিহার করতে হবে।রমজানে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। রমজানে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমরা কুরআনের আলোকে জুলুম দখলদারিত্ব মুক্ত রাষ্ট্র গঠন করতে চাই।


প্রতিবেদকঃ কে.এম মামুন অর-রশিদ, রাজারহাট

Post a Comment

0 Comments