Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে বাজার মনিটরিং সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মীর্জা মোঃ নাসির উদ্দীন, সেনা ক্যাম্প কুড়িগ্রামের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোহাইমেনুল রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি আব্দুল আজিজসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন। তিনি জানান, বাজারে কোনো ধরনের কারচুপি, অতিরিক্ত মূল্য আদায় বা কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যে তিন মাস আগে থেকে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, যা জেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। কোথাও অসঙ্গতি দেখা দিলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


রমজান উপলক্ষে বিশেষ প্রস্তুতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম কুদরত-এ-খুদাকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট একটি বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বাজার কমিটির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

সভায় উপস্থিত সকলেই বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক নুসরাত সুলতানা রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Post a Comment

0 Comments