"স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার এিমোহনি মাদার তেরেসা বিদ্যালয় প্রাঙ্গন মাঠে বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনাব খোরশেদ আলম বেলগাছা ইউপি প্যানেল চেয়ারম্যান , প্রেরনা চিসিম এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, সঞ্জীব গাইন সিনিয়র প্রোগ্রাম অফিসার, মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, মনি দিও স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার , ফিল্ড ফ্যাসিলিটেটর সহ শিশুশ্রমের সাথে জড়িত পরিবারের অভিভাবকবৃন্দ ।
উক্ত আলোচনা সভায় বক্তারা শিশুশ্রম সম্পর্কিত বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। শিশুশ্রমের সাথে জড়িত পরিবারের অভিভাবকদের শিশুশ্রমের নেতিবাচক দিক এবং শিশুশ্রমে জড়িত পরিবারের অভিভাবকদের শিশুশ্রম বন্ধ করে তাদের শিশুদের স্কুলগামী করনের জন্যে প্রতিজ্ঞাবদ্ধ করতে উদ্বুদ্ধ করেন।
পাশাপাশি, চেয়ারম্যান মহোদয় শিশুশ্রম বন্ধে সহযোগিতার আশ্বাস দেন এবং শিশুদের স্কুলগামী করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তথ্য ও ছবি: রাফি ইসলাম
0 Comments