Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে পুকুরে পড়ে যুবকের মৃত্যু

 




কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে পড়ে আবু আইয়ুব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার গাবেরতল চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব ওই এলাকার আফসার আলীর ছেলে এবং এক সন্তানের জনক। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মৃগি রোগে আক্রান্ত থাকলেও ছিলেন সুস্থ-সবল। স্থানীয়রা জানান, দুপুরে আইয়ুব আলী তার মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। হঠাৎ মৃগির ঝাঁকুনিতে অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান তিনি।

 পাশে থাকা মা তাকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে পুকুরের গভীর পানি থেকে তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী

Post a Comment

0 Comments