নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৪ জুলাই ২০২৫
কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা। আটককৃত শিক্ষার্থীর নাম পার্থ ঘোষ, যিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হন।
জানা গেছে, ১৩ জুলাই (রবিবার) অনার্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষার পর বৃষ্টির কারণে পার্থ ঘোষ ‘বিজয় ২৪’ নামের আবাসিক হলের ৩০৪ নম্বর কক্ষে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, সেখানে বসেই তিনি গাঁজা সেবন শুরু করেন। বিষয়টি টের পেয়ে কক্ষে অবস্থানরত অন্য শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন এবং হল সুপার সামিউল ইসলামের সহায়তায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
ছাত্রাবাসের বাসিন্দারা জানান, হলটিতে দীর্ঘদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। সিসিটিভি ক্যামেরাগুলো হয় অচল, নয়তো পুরোটাই অনুপস্থিত। এর আগেও সাইকেল চুরি ও ওয়াশরুম থেকে বিভিন্ন জিনিসপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শিক্ষার্থীরা বহুবার কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
হল সুপার সামিউল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়ার পর আমি দ্রুত হলে গিয়ে বিষয়টি যাচাই করি এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
ঘটনা সম্পর্কে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা দ্রুত হলের নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
0 Comments