Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 


কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন ছাড়াও সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফায়ার স্টেশন স্থানান্তর, যানজট নিরসনে অটোরিকশা নির্ধারিত স্থানে স্ট্যান্ড করানো, ইভটিজিং, গুজব ও অপপ্রচার প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


সভায় আরও উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন-অর-রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।


বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।


প্রতিবেদকঃ শাহজাহান খন্দকার 

Post a Comment

0 Comments