Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

*মন্ডলহাট উচ্চ বিদ্যালয় মাঠে আধুনিক গোলবার নির্মাণের শুভ উদ্বোধন*

 



স্থান ও সময়: মন্ডলহাট উচ্চ বিদ্যালয় মাঠ, উলিপুর, কুড়িগ্রাম

আজ মন্ডলহাট উচ্চ বিদ্যালয় মাঠে আধুনিক গোলবার নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জনাব নয়ন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উলিপুর, কুড়িগ্রাম।



এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের খেলার মান উন্নয়ন এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে আয়োজক সংগঠন।



আয়োজনে: মন্ডলহাট ক্রীড়া সংঘ, উলিপুর, কুড়িগ্রাম

*উদ্বোধক নয়ন কুমার সাহা বলেন, *"খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।"

Post a Comment

0 Comments