নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের চিলমারীর ফকিরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
মোছা. মর্জিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেও সরকারি
বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি আমেরিকান নাগরিকত্বের
প্রক্রিয়ায় প্রতি বছর সামান্য ছুটি নিয়ে দীর্ঘসময় কর্মস্থলে অনুপস্থিত
থাকেন।
শিক্ষক সমাজ ও সচেতন মহলে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও কর্তৃপক্ষ নীরব রয়েছে।
সরেজমিনে
দেখা গেছে, বিদ্যালয়ের হাজিরা খাতায় ২ জুন ২০২৫ পর্যন্ত তার স্বাক্ষর
থাকলেও ৩ জুন থেকে নামের স্থানে ফাঁকা রয়েছে। ২০২৪ সালের ২২ মার্চ থেকে ১
জুন পর্যন্তও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।
সূত্র
জানায়, মর্জিনা বেগম প্রধান শিক্ষকের নিকট তিন মাসের ছুটি চাইলেও অনুমোদন
না পেয়ে পরে রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নিকট থেকে ২৪ জুন থেকে ১৮ জুলাই
পর্যন্ত ২৫ দিনের ছুটি মঞ্জুর করান।
প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ছুটির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, আমরা শুধু ২৫ দিনের অনুমোদিত ছুটির চিঠি পেয়েছি।
উপজেলা
প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, তিনি
যুক্তরাষ্ট্রে অসুস্থ স্বামীকে দেখতে গেছেন। নির্ধারিত সময়ের পর ছুটি
বৃদ্ধি না পেলে চাকরি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments