Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রেলিং ভেঙে মৃত্যু, মসজিদে নেমে এল মৃত্যুর ছায়া

 

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের রেলিং (কার্নিস) ভেঙে পড়ে আব্দুল মমিন (৬৮) নামে এক ধর্মপ্রাণ বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা মাদ্রাসার পার জামে মসজিদে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

 নিহত আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মাগরিবের নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদে যান আব্দুল মমিন। ওজু করে মসজিদের বারান্দা দিয়ে প্রবেশের সময় হঠাৎ ছাদের ওপরের পুরনো রেলিং ভেঙে তার ওপর আছড়ে পড়ে। ভারী রেলিংয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মসজিদের মুসল্লিরা ছুটে এসে রেলিং সরিয়ে তাকে উদ্ধার করেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।

 নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, আব্দুল মমিন নিয়মিত নামাজ আদায় করতেন। অত্যন্ত সৎ, নরম স্বভাবের মানুষ ছিলেন তিনি। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয়রা আরও জানান, মসজিদের ছাদ ও রেলিং অনেকদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। যথাসময়ে সংস্কার না হওয়ায় আজ এই অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটেছে। তারা মসজিদ কমিটির গাফিলতির অভিযোগ তুলে দ্রুত অবকাঠামো সংস্কারের দাবি জানান। 

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।” দীর্ঘদিনের পরিচিত এক প্রতিবেশী বলেন, “মসজিদে নামাজ পড়তে এসে এমন মৃত্যু—এটা ভাবতেও কষ্ট হচ্ছে। যেন মসজিদে নেমে এসেছিল মৃত্যুর ছায়া।” এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। তারা চান, এই ঘটনার পর যেন কোনো মসজিদে এমন অবহেলা না থাকে, আর না ঝরে যায় কোনো প্রান।

প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম।

Post a Comment

0 Comments