Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

 রাজারহাটে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার




কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তাইজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে তিনি রাজারহাট বাজারে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাইজুল ইসলাম ওই ইউনিয়নের মন্দির মৌজার মৃত ইসলাম সরকারের ছেলে। 



পুুলিশ জানায়,বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইজুল ইসলাম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়। ৫ই আগষ্টের পর ওই ইউপি চেয়ারম্যান গাঁ ঢাকা দেয়। 


এলাকাবাসীরা জানান,তাইজুল ইসলাম আওয়ামীলীগ সরকারের আমলে দলের প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা চলমান রয়েছে।



রাজারহাট থানা পুলিশের ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


প্রতিবেদক: সোহেল রানা,দৈনিক কালবেলা রাজারহাট,কুড়িগ্রাম

Post a Comment

0 Comments