Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

 

কুড়িগ্রামে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে এবং সোমবার দুপুরে জেলার রৌমারী এবং সদর উপজেলা থেকে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেছেন।



গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হোসেনুল করিম স্যানাল (৬০) এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৬৬)।

পুলিশ জানায়, রোববার বিকালে রৌমারী উপজেলা খাদ্য গুদাম চত্বর এলাকার থেকে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রৌমারী থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামকে ২০২২ সালের ঘটনায় দায়ের হওয়া হামলা ও চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ১০ অক্টোবর স্থানীয় এক স্কুল শিক্ষক মামলাটি করেন। রফিকুল ওই মামলায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত আসামি।’

এদিকে সোমবার দুপুরে কুড়িগ্রাম শহর থেকে ঘোগাদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেনুল করিম স্যানালকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম।

ওসি বলেন, ৪ আগস্ট কুড়িগ্রাম শহরে হামলা ও সংঘর্ষের ঘটনায় হওয়া পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments