Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভুরুঙ্গামারীতে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের উঠান বৈঠক

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নারী নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে গ্রামে গ্রামে উঠান বৈঠক শুরু করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপারের দিক-নির্দেশনায় উঠান বৈঠকের উদ্বোধন করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। গত মঙ্গলবার উপজেলার বঙ্গসোনাহাট, পাইকেরছড়া ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই উঠান বৈঠক শুরু হয়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আল হেলাল মাহমুদ জানান, উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রামে গ্রামে উঠান বৈঠক চলমান থাকবে। অপরাধ দমনে কাজ করছে পুলিশ। দ্রুত পুলিশী সেবা পেতে থানায় কিংবা ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।

Post a Comment

0 Comments