রাজারহাটে এক গৃহবধু উধাওয়ের এক সপ্তাহ অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। ফলে দুশ্চিন্তায় কাটছে ওই গৃহবধুর বাবা-মা সহ স্বজনদের।
জানাগেছে, গত ৫মার্চ দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের বানেশ্বর নীলকন্ঠ গ্রামের প্রাণ কুমারের স্ত্রী দিপালী রানী তার ৭বছরের একমাত্র কন্যা সন্তানকে বাড়িতে ভাতিজিকে ভাইয়ের কাছে পৌঁছাতে রাজারহাটে আসেন। এরপর থেকে বাড়ি ফিরেননি এবং তার মুঠো ফোনটিও বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান বের করতে না পারায় ৮মার্চ ওই গৃহবধুর পিতা দীনবন্ধু রায় রাজারহাট থানায় একটি জিডি করেন। তবে এক সপ্তাহ অতিবাহিত হলেও তার সন্ধান মিলেনি।
দিপালির পিতা দীনবন্ধু রায় বলেন,আত্মীয়,স্বজনের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েছি মেয়ের খবর পাইনি। দিপালির স্বামী চট্রগ্রামে রাজমিস্ত্রীর কাজ করে। প্রাণ কুমার ও দিপালির মধ্যে দাম্পত্য কলহ চলা আসায় তার স্বামীর বাড়ির লোকজনও খোঁজ খবর রাখছে না বলে জানান। রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন,বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রতিবেদকঃ আসাদুজ্জামান, রাজারহাট
0 Comments