কুড়িগ্রামের চিলমারী উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক জিয়ারা খাতুন রোজী এর উপর গুরুতর হামলার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সমাজ সেবা বিষায়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমকের বিরুদ্ধে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক জিয়ারা খাতুন রোজী এর উপর গুরুতর হামলার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সমাজ সেবা বিষায়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমকের বিরুদ্ধে।
জানা যায়, চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জিয়ারা খাতুন রোজী আজ ৩ মার্চ ২০২৫ ইং তারিখ সোমবার উপজেলা পরিষদ থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় মহিলা দল নেত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা ৫০ হাজার টাকা, হাতের মুঠোফোন ইত্যাদি ছিনতাইয়েরও অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের এ নেতার বিরুদ্ধে ।
বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতা কর্মীদের মাঝে।
ইতিমধ্যেই চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জিয়ারা খাতুন প্রাথমিকভাবে চিলমারী মডেল থানায় মামলা করার প্রস্তুতিও নিয়েছেন বলে জানা গেছে।
ফোনে না পাওয়ায়, বিষয়টি নিয়ে উপজেলার বর্তমান কমিটির কোন বিএনপি নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে সত্য হলে আমি তার তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুপ কঠোর ব্যবস্থা নেয়া হোক।
0 Comments