কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তাকে আটক করে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল কর্মী রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে অনুমান বিকেল পাঁচটার দিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়।মামলা নং:০২, তারিখ:০১/০২/২০২৫। তিনি ফ্যাসিবাদের রাজনৈতিক দলের সাথে জড়িত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ক্ষমতার অপব্যবহার করে চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষজন স্বস্তিবোধ করছেন।
প্রতিবেদক:মোঃমিজানুর রহমান জিটিভি কুড়িগ্রাম প্রতিনিধি
0 Comments