Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সংগ্রামী জীবনের করুণ পরিণতি, সাহায্যের অপেক্ষায় পরিবার

জীবনযুদ্ধে অক্লান্ত পরিশ্রম করে গেছেন এক সাহসী মানুষ—আমিনুর ইসলাম। তার পুরো জীবনটাই ছিল সংগ্রামের গল্প, যে গল্পের করুণ সমাপ্তি হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।



কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের খামার আন্ধারীঝাড় নূরুরদীঘি সংলগ্ন এলাকায় বসবাস করতেন তিনি। জন্মের পর থেকেই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা আমিনুর ইসলাম মুক্তিযুদ্ধের সময় এক দম্পতির আশ্রয়ে বড় হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বছর কয়েক আগে সেই অভিভাবকদেরও হারান তিনি।


সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দিন-রাত কঠোর পরিশ্রম করতেন আমিনুর ইসলাম। তার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল একটি ভ্যানগাড়ি, যা দিয়ে কখনো ভাঙ্গারি ব্যবসা, কখনো ফল বিক্রি করতেন। জীবনের প্রতিটি মুহূর্ত সংগ্রামময় হলেও তিনি ছিলেন সৎ, ধর্মপরায়ণ ও হাস্যোজ্জ্বল এক মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন এবং পরিবারে ইসলামী পরিবেশ বজায় রাখতেন।


৮ মার্চ, ২০২৫—সেই দুঃসহ রাত, যখন জয়মনিরহাট পাম্পের কাছে ঘটে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। মুহূর্তেই নিভে যায় আমিনুর ইসলামের সংগ্রামী জীবনের প্রদীপ।


তার একমাত্র স্বপ্ন ছিল সন্তানদের শিক্ষিত করে আলোকিত মানুষ বানানো। কিন্তু আজ তার স্ত্রী ও চার শিশু সন্তান এতিম হয়ে পড়েছে। তিনজন মাদ্রাসায় পড়ে, আর তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঢাকা।


এই অসহায় পরিবারটি এখন আমাদের সাহায্যের অপেক্ষায়। সমাজের দায়িত্বশীল মানুষদের প্রতি অনুরোধ, আসুন, আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। আমিনুর ইসলামের সংগ্রামী জীবন যেন বৃথা না যায়, তার সন্তানরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়—এই দায়িত্ব আমাদের সবার।


আপনার সহযোগিতা তাদের জীবন বদলে দিতে পারে!

আমিনুর এর পরিবারের সাথে যোগাযোগ নম্বরঃ 01715264378


প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments