Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উলিপুরে ছাত্র মারধর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 


সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম ধামশ্রেণী ইউনিয়নের উত্তর বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার ইব্রাহীম আলীর ছেলে। তিনি ধামশ্রেণী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।


পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত বছরের ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়। 


এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments