Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উলিপুরে মৌমাছির কাম‌ড়ে সা‌বেক সেনা সদস্যের মৃত্যু

 কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির কামড়ে ইউনুস আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য মারা গেছেন। সোমবার (১০ মার্চ) দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর ছড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 



ইউনুস পাঁচপীর ছড়ারপাড় গ্রামের নেছার শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাড়ির পাশে রসুনের জমিতে নিড়ানির কাজ করছিলেন ইউনুস।

জমির সীমানা ঘেঁষে শিমুল গাছের ডালে মৌচাক ছিল। হঠাৎ চাক ভেঙে একঝাঁক মৌমাছি তার শরীরে পড়ে। এ সময় মৌমাছির আক্রমণে শিকার হন তিনি।

তারা আরো জানায়, মৌমাছির কামড় সহ্য করতে না পেরে পাশে পুকুরে লাফিয়ে পড়েন তিনি।

পরে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার প‌থে তার মৃত্যু হয়। 

নিহতের চাচাতো ভাই আতাউর রহমান বলেন, সোমবার সকালে জমিতে কাজ করতে গিয়ে ইউনুস মৌমাছির কামড়ে আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া ব‌লেন, একাধিক মৌমা‌ছির কাম‌ড়ে তি‌নি গুরুতর অসুস্থ হন। হাসপাতা‌লে নেওয়ার প‌থে তার মৃত্যু হ‌য়।

Post a Comment

0 Comments