Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভূরুঙ্গামারীতে ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩শ ৯০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের শরিফুল আলম জাহেদীর ছেলে ইকবাল হোসেন জাহেদী মিজু (৪০) ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৩৬)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তাদেরকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাহাট সেতুর পশ্চিম তীর থেকে ৩শ ৯০ পিস ইয়াবা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


প্রতিবেদকঃ মোঃ মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী

Post a Comment

0 Comments