উলিপুরে অনিয়মের অভিযোগে পৌর শহরের দ্বিজেন্দ্র নাথ দেব মাস্টারের বাড়ির সামনের সড়কের চলমান কাজ বন্ধ করে দেন এলাকাবাসী |
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি আরসিসি সড়কে রড ছাড়া ঢালাই করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর পৌর শহরের দ্বিজেন্দ্র নাথ দেব (নারু) মাস্টারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, গভীর রাতে শ্রমিকেরা রড ছাড়াই সড়ক ঢালাইয়ের কাজ করছিলেন। বিষয়টি আঁচ করতে পেরে কয়েকজন বাসিন্দা তা মুঠোফোনে ভিডিও ধারণ ও কাজে বাধা দিলে শ্রমিকেরা পালিয়ে যান।
স্থানীয় স্কুলশিক্ষক রবি চক্রবর্তী বলেন, ‘রাত ১২টার দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রড ছাড়াই ঢালাইকাজ চলছিল। আমরা বাধা দিলে কর্মরত শ্রমিকেরা পালিয়ে যান।’
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে উলিপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নাজমা হাউস থেকে বাংলালিংক টাওয়ার পর্যন্ত ৬৭৫ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ব্যয় ধরা হয় ২ কোটি ১১ লাখ ৯০ হাজার ৮২৬ টাকা। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স মোস্তফা সন্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
কাজ নিয়ে এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। আরসিসি ঢালাই ৪ ইঞ্চি পুরু হওয়ার কথা থাকলে করা হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি। এ ছাড়া সিমেন্ট-বালুর মিশ্রণে অতিরিক্ত বালু ব্যহার করা হয়েছে। অনেক জায়গায় রড না দিয়েই ঢালাই দেওয়া হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, রেডিমিক্স বেশি হওয়ায় সেটি রাস্তায় ঢেলে দেওয়া হয়েছিল। পরে স্থানীয়দের চাপের মুখে তা সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে কাজের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী রাসেল মিয়া বলেন, রড ছাড়া ঢালাই করা ঠিক হয়নি এবং এটি একটি ভুল ছিল। এখন কাজ বন্ধ আছে।
এ বিষয়ে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। অতিরিক্ত রেডিমিক্স থাকায় রাতে তা ফেলে দেওয়া হয়েছিল। পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।’
জানতে চাইলে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নয়ন কুমার সাহা বলেন, কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশলীকে ভালোভাবে কাজ শেষ করতে বলা হয়েছে।
তথ্যসূত্রঃ প্রথম আলো
0 Comments