Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রৌমারীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


রৌমারীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কুড়িগ্রামের রৌমারীতে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে ওয়াজকুরোনি (৫) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী সদর ইউনিয়নের সীমান্তবর্তী চান্দার চর এলাকার অলেরকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজকুরোনি সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের লেবু মিয়ার ছেলে। সে রৌমারী উপজেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াজকুরোনির জেঠা আঙ্গুর মিয়া সকালে চান্দার চরে মাছ ধরতে যান। শিশুটি তার জেঠাতো ভাইয়ের সঙ্গে সবার অজান্তে তার পিছু নেয় এবং অলেরকুড়ার পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ পা পিছলে ওয়াজকুরোনি পানিতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় কিছুক্ষণ পর শিশুটিকে পানি থেকে উদ্ধার করে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দনাল চৌধুরী বলেন, “পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

Post a Comment

0 Comments