Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে আসছেন চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম: ২১শে জুন বিশাল গণসমাবেশ




 ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর, মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম আগামী ২১শে জুন কুড়িগ্রামে আসছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সমানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২১শে জুন কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দুপুর ২টায় এই গণসমাবেশ শুরু হবে। সমাবেশের মূল আকর্ষণ হিসেবে থাকবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম।

সমাবেশটিতে আরও বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডাক্তার আক্কাছ আলী সরকার এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

গণসমাবেশের সভাপতিত্ব করবেন কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা। এই গণসমাবেশকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই জোরেশোরে প্রস্তুতি শুরু করেছে। তারা আশা করছেন, লাখো মানুষের জমায়েতে এই জনসমাবেশ সফল হবে।


প্রতিবেদকঃ জুবাইর জিহাদী, কুড়িগ্রাম

Post a Comment

0 Comments