Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রৌমারী সীমান্তে ৪৯১ পিস ইয়াবা উদ্ধার

 



কুড়িগ্রামের রৌমারীতে ৪৯১ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২৯ জুন) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা খেয়াঘাট এলাকায় ওইসব ইয়াবা জব্দ করা হয়।

ইয়াবা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।

মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় রোববার সন্ধ্যার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৯-এমপি থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বকবান্ধা খেয়াঘাট নামক এলাকায় অভিযান চালায় খেয়ারচর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় ৪৯১ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। 

তিনি আরো জানান, জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় জিডি করে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Post a Comment

0 Comments