Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কাঁঠালবাড়ীতে ট্রাক্টর দুর্ঘটনায় একই পরিবারের দুই বোন নি/হ/ত

 


নিজস্ব প্রতিবেদক। ১৯ জুন, ২০২৫


কুড়িগ্রামে দ্রুতগতির একটি ট্রাক্টরের চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া ও কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদ হোসেনের স্ত্রী পারভীন। তারা আপন বোন বলে নিশ্চিত করেছে পরিবার।


পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোকেয়া ও পারভীন কলেজের সামনে সড়ক পার হওয়ার সময় কাঁঠালবাড়ীগামী একটি দ্রুতগতির ট্রাক্টর তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments