Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্রহ্মপুত্র ন‌দে বড়‌শি‌তে ধরা পড়ল সা‌ড়ে ৯ কে‌জি ওজ‌নের চিতল

 

      

কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে জে‌লের বড়‌শি‌তে বিশালাকৃ‌তির এক‌টি চিতল মাছ ধরা পড়েছে। সোমবার (৯ জুন) দুপুর আড়াইটার দি‌কে চিলমারী উপ‌জেলার রমনা ঘাটে ব্রহ্মপু‌ত্র ন‌দে মাছ‌টি পান বাবলু চন্দ্র (৪০) না‌মের এক জে‌লে। প‌রে স্থানীয়রা মাছ‌টি ৯০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেয়।


জানা যায়, মৎস‌্য শিকারি বাবলু চন্দ্র রমনা সোনা‌রি পাড়া হিন্দু গ্রামের ভ‌বেশ চ‌ন্দ্রের ছে‌লে।


তি‌নি পেশায় একজন মৎস‌্যজী‌বী। সোমবার দুপু‌রে রমনা ঘা‌টে বড়‌শি নি‌য়ে মাছ শিকার কর‌তে যান তি‌নি। এ সময় তার বড়‌শিতে বিশালাকৃ‌তির এক‌টি চিতল মাছ ধরা প‌ড়ে। যার ওজন ৯ কে‌জি ৩০০ গ্রাম।

ব্রহ্মপুত্র রক্ষা ও চর কল্যাণ আন্দোলনের আহ্বায়ক মাজু ইব্রাহীম ও স্থানীয় রতন চন্দ্রসহ কয়েকজন বা‌সিন্দা বলেন, ‘এত বড় চিতল মাছ আমাদের নদীতে সচরাচর ধরা পড়ে না। দেশীয় মাছের ভীষণ সংকট, নাব্যতা সংকটের কারণে মাছের আবাসস্থল ধ্বংসপ্রায়। দেশীয় মাছ রক্ষণাবেক্ষণ করতে হবে। তবে ব্রহ্মপুত্রে এত বড় মাছ দেখে আমরা আসলেই উচ্ছ্বসিত।


মাছ শিকা‌রি বাবলু চন্দ্র ব‌লেন, ‘আমরা পা‌রিবা‌রিকভা‌বে মৎস‌্য শিকা‌রি। আমা‌দের মূল পেশা মাছ শিকার করা। কিন্তু কখনো বড় মাছ শিকার কর‌লে ভা‌লো লা‌গে। এর আগে গত বছর একটা সাত কেজি ওজ‌নের চিতল মাছ পে‌য়ে‌ছিলাম। আজ‌কেও প্রায় সা‌ড়ে ৯ কে‌জি ওজ‌নের মা‌ছটি পে‌য়ে‌ছি।মাছ‌টি প্রায় সা‌ড়ে আট হাজার টাকায় বিক্রি করে‌ছি।


Post a Comment

0 Comments