Ticker

    Loading......

Header Ads Widget

কুড়িগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ পাষণ্ডের বিরুদ্ধে

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা আবুল কাশেমকে গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করে প্রায় ৫ শতাধিক মানুষ।  


মানববন্ধনে বক্তব্য দেন, বেলাল উদ্দিন ব্যাপারি, কদম আলী, আমিনুল ইসলাম, শাহাআলমসহ অনেকে। দ্রুত মামলা এবং আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

স্থানীয়দের অভিযোগ, জেলার নাগেশ্বরীর কালীগঞ্জ ইউনিয়নের কান্তার মোড় এলাকার কাশেম আলী তার বিবাহিত কন্যাকে শশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনে। জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ তার নিজের মেয়ের। এ ঘটনায় বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হলে বাবা পালিয়ে গেছেন।

ভুক্তভোগী মেয়েটি জানায়, তার বাবা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটি তার বাবাকে বাধা দিয়েছেছিলেন। আকুতি জানিয়ে বলেছিলেন, বাবা হয়ে আপনি কিভাবে আমার সঙ্গে এ কাজটি করছেন। তোমার ইচ্ছে হলে আরও একটি বিয়ে করতে পারো। আমার সঙ্গে এমন খারাপ কাজ করো না। তাও আমার পাষণ্ড পিতা আমার ইজ্জতের ক্ষতি করে। আমি আমার বাবার বিচার ও ফাঁসি চাই-বলেন মেয়েটি। 

এবিষয়ে কচাকাটা থানার ওসি নাজমুল আলম  জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নিচ্ছি।


প্রতিবেদকঃ মোঃ মাসুদ রানা, আপন দেশ

Post a Comment

0 Comments