Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

এনসিপি কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল বারেকের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ

 


স্টাফ রিপোর্টার | কুড়িগ্রাম | বুধবার, ৩০ জুলাই ২০২৫


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল বারেক ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।


এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ জুলাই অ্যাডভোকেট বারেক নিজেই কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। তার আবেদন বিবেচনার পর কেন্দ্রীয় কমিটি ২৮ জুলাই ২০২৫ তারিখে তাকে দায়িত্বমুক্ত ঘোষণা করে।


বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ‘হামার কুড়িগ্রাম’-কে বলেন, “অ্যাডভোকেট আব্দুল বারেক পারিবারিক কারণে আমার মাধ্যমে অব্যাহতির আবেদন করেন। তার অনুরোধক্রমে কেন্দ্রীয় কমিটি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।”


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাকে সাময়িকভাবে পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।


উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল বারেক দীর্ঘদিন ধরে কুড়িগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন। 

Post a Comment

0 Comments