Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জিয়াপুকুরের পাশে পদ্মফুলের রাজ্য, দর্শনার্থীর ভিড়ে মুখর কুড়িগ্রামের বিলপাড়

 


মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিবেদক


কুড়িগ্রাম যেন নিজের বুক ভরে রেখেছে এক অপার সৌন্দর্য। উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক জিয়াপুকুর ও তার আশপাশের বিল এখন ভরে উঠেছে শত শত পদ্মফুলে। প্রকৃতির এই রঙিন রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত দর্শনার্থী।




‘টুপামারী পুকুর’ নামে পরিচিত জিয়াপুকুর অনেক আগে থেকেই কুড়িগ্রামের মানুষের প্রিয় পিকনিক স্পট। তবে এ বছর বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে পুকুরপাড় ঘেঁষা বিস্তীর্ণ বিলভূমিতে জন্ম নিয়েছে প্রাকৃতিক পদ্মফুল। চারদিকে যেন গোলাপি-সাদা ফুলের রঙ ছড়িয়ে পড়েছে। প্রকৃতির এমন দৃশ্য যে কারও মন কাড়বে।




সকালের রোদে যখন শিশিরে ভেজা পদ্ম একে একে প্রস্ফুটিত হয়, তখন পুরো এলাকা যেন পরিণত হয় স্বপ্নের বাগানে। কেউ হাঁটছেন বিলের ঘাস মাড়িয়ে, কেউ ছবি তুলছেন পদ্মের পাশে দাঁড়িয়ে, আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন পরিবারের সঙ্গে মিলেমিশে।


ভূরুঙ্গামারী থেকে আগত দর্শনার্থী মায়িশা জানান,

কুড়িগ্রাম জেলার মধ্যে এত সুন্দরভাবে পদ্মফুল ফুটে থাকতে আমি আগে দেখিনি। এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়। মনে হয়, প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে এই বিল।


এই পদ্মবিল দেখতে কেবল কুড়িগ্রাম নয়, আশপাশের জেলা থেকেও আসছে মানুষ। অনেকেই এসে নিজের হাতে পদ্ম তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার স্রেফ প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যে ডুবে আছেন।


তবে স্থানীয়রা মনে করছেন, এ সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে এখনই চাই পরিকল্পিত ব্যবস্থা। পর্যটকদের জন্য ছায়াযুক্ত বসার স্থান, খাবার ও পানির ব্যবস্থা, নিরাপত্তা, এমনকি ওয়াশরুম—এসব কিছু এখনো নেই বললেই চলে। ফলে একে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে স্থানীয় মানুষের আয় যেমন বাড়বে, তেমনই কুড়িগ্রামের সৌন্দর্য পৌঁছে যাবে দেশের গণ্ডি পেরিয়ে আরও দূরে।


জিয়াপুকুর প্রায় ২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। আশপাশে ঘন সবুজ গাছ, পাখির ডাক, আর এখন যুক্ত হয়েছে পদ্মফুলের স্বর্গীয় উপস্থিতি। প্রকৃতি যেন এখানে তার আপন রূপে নিজেকে তুলে ধরেছে।


স্থানীয়দের দাবি, এই এলাকা ঘিরে স্থায়ী একটি পর্যটন প্রকল্প বাস্তবায়ন হোক। যেন থাকে নৌকা ভ্রমণ, পদ্মফুল উদ্যান, শিশুদের খেলার জায়গা, হস্তশিল্পের স্টল এবং স্থানীয় কৃষিপণ্যের প্রদর্শনী।


সত্যিই, যারা প্রকৃতি ভালোবাসেন, তাদের জন্য এখন জিয়াপুকুর আর তার পাশের পদ্মবিল যেন এক জীবন্ত কবিতা।


Post a Comment

0 Comments