কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাড়ের সওদাগর পাড়ায় চলছে জমজমাট মাদক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন এই এলাকায় গাঁজা, ইয়াবা ও হিরোইনের মতো ভয়ঙ্কর মাদকদ্রব্য প্রকাশ্যে বিক্রি হচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না।
প্রায় ছদ্মবেশে অনুসন্ধানে নামে দৈনিক সংবাদ প্রতিদিন-এর কুড়িগ্রাম সংবাদদাতা সাংবাদিক আশির্বাদ রহমান। কয়েকদিন ধরে সরেজমিনে সংবাদ সংগ্রহ করে তিনি দেখতে পান, স্থানীয় কিছু যুবক প্রতিনিয়ত ওই স্থানে মাদক কিনে সেবন করছে।
গোপনীয়ভাবে অনুসন্ধানকালে আরও দেখা যায়, মাদক ব্যবসায়ীরা কৌশলে লুঙ্গির ভাঁজে মাদক লুকিয়ে রাখে এবং জনসমাগমের মাঝেই তা সরবরাহ করে থাকে। এই চিত্র দেখে সহজেই অনুমান করা যায়, যুব সমাজ কী ভয়াবহ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এখানে মাদক ব্যবসা চলে। ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কিছু বলছে না।”
এ অবস্থায় দ্রুত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
প্রতিবেদকঃ আশির্বাদ রহমান, কুড়িগ্রাম।
0 Comments