Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে গ্রীন ভয়েস এর "জুলাই স্মৃতি সবুজ চত্বর" উদ্বোধন

 

'শ্রদ্ধায়-সবুজে বাঁচুক জুলাই স্মৃতি' কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে 'জুলাই স্মৃতি সবুজ চত্বরের উদ্বোধন' সম্পন্ন।

গ্রীন ভয়েস-কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে জুলাই-২৪ স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একটি ছোট্ট উদ্যানে রোপিত হয় বহুধর্মী বৃক্ষ।



এই সবুজ চত্বরটি নিবেদিত ২৪ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি। প্রতিটি গাছ এখানে একেকটি জীবন্ত শ্রদ্ধাঞ্জলি।



বাগানের প্রতিটি গাছের সাথে রয়েছে একটি শহিদের নামফলক, যেখানে তুলে ধরা হয়েছে তাঁর সংক্ষিপ্ত জীবনী ও অবদান। পাশাপাশি চত্বরে স্থাপন করা হয়েছে একটি ইতিহাস ফলক, যাতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে জুলাই গণআন্দোলনের পটভূমি ও তাৎপর্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকছে QR কোড সংযুক্ত ইউটিউব ডকুমেন্টারি লিংক, যার মাধ্যমে বিস্তারিত ইতিহাস জানা যাবে সহজেই।

এই অর্থবহ আয়োজনের শুভ উদ্বোধন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক, শ্রদ্ধেয় আলমগীর কবির ভাই।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আতাউল হক খান চৌধুরী গ্রীন ভয়েসের কেন্দ্রীয় পরিষদের সদস্য রাইসুল ইসলাম নোমান, আব্দুল মান্নান, সোহানুর রহমান সোহান, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিলন, প্রমুখ। 

এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ।পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম।

আমরা বিশ্বাস করি, স্মৃতিচিহ্ন শুধু পাথরে নয়, সবুজের ভেতরেও গড়া যায়। এই সবুজ চত্বর সেই চেষ্টারই এক ক্ষুদ্র প্রয়াস মাত্র।

Post a Comment

0 Comments