নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৫ জুলাই ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সরকারি সফরে আজ কুড়িগ্রাম জেলায় আসছেন। এ সফরে তিনি তিস্তা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় চলমান কার্যক্রম পরিদর্শন করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে তিনি কুড়িগ্রামে পৌঁছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা খিতাবধা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর কাজ পরিদর্শন করবেন। পরে সকাল ১১টায় তিনি রাজারহাট উপজেলার তিস্তার বামতীরের দাড়িয়াপুর এলাকা ঘুরে দেখবেন।
দুপুর ১২টায় তিনি রংপুর জেলার কাউনিয়া উপজেলার পাজরভাঙ্গা রেলসেতুর কাছাকাছি তিস্তা নদীর ডান তীর পরিদর্শন করবেন। এরপর দুপুর ১টায় সফর শেষ করে রংপুর জেলার উদ্দেশে যাত্রা করবেন।
এই সফরে উপদেষ্টার সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার দীপংকর বর।
সরকারিভাবে স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
0 Comments