Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাঁশ ও করুল ভাং* চুরের অভিযোগ

 

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি কুড়ারপাড় গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির ১৫০টি বাঁশ ও বাঁশের করুল ভাংচুরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা মারপিট ও মিথ্যা মামলার হুমকিও দিয়েছে বলে দাবি করা হয়েছে।



স্থানীয় সূত্রে জানা যায়, ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী গ্রামের মৃত জহর তেলীর ছেলে আজিজার রহমান (৭২) এবং পার্শ্ববর্তী মঞ্জু মিয়া (৪০) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ১২ জুলাই সকালে মঞ্জু মিয়া ও তার সহযোগীরা আজিজার রহমানের ১৫০টি বাঁশ ও বাঁশের করুল ভেঙে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজিজার রহমান উলিপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।



আজিজার রহমান বলেন, "বাঁশ ও করুল ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মঞ্জু মিয়া ও তার লোকজন আমাকে মারধর, খুন এবং মিথ্যা মামলার হুমকি দেয়। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।"

এ বিষয়ে মঞ্জু মিয়ার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, "আমাকে ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।"

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

Post a Comment

0 Comments