কুড়িগ্রামের ফুলবাড়ীতে 'ছ' মিলে গাছ কাটতে গিয়ে শুকুর আলী (৫০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুলাই) শেষ বিকালে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের 'ছ' মিলে এ দুঘটনা ঘটে।
নিহত শুকুর আলী ওই এলাকার দবির উদ্দিনের ছেলে এবং 'ছ' মিলের মালিক আয়নাল হক ভগ্নিপতি বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার শেষ বিকালে অন্যান্য মিস্ত্রির সাথে 'ছ' মিলে কাঠ ফাঁড়াই করছিলেন শুকুর আলী। এ সময় হঠাৎ একটি ফাড়াই কাঠ ছুটে এসে মিস্ত্রি শুকুর আলীকে আঘাত করে। ছুটে আসা কাঠের ধাক্কা সামাল দিতে না পেরে 'ছ মিলের' করাতের উপর পড়ে যান তিনি। এতে তার বাম কাঁধ মুহূর্তেই দেহ থেকে আলাদা হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ উদ্দিন জানান, 'ছ' মিলে কাঠ ফাঁড়াই করার সময় করাতের উপর পড়ে ওই মিস্ত্রির মর্মান্তিক মৃত্যুর হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই মঞ্জুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, দ্যা নিউজ
0 Comments