প্রতিবেদকঃ মোঃ মাইদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ খেলাফতে মজলিস, ভূরুঙ্গামারী উপজেলা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপ জন মিত্র সাহেব-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।
তারা বলেন আমরা আশাবাদী, তার যোগদানে এই উপজেলার সার্বিক জন জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং উন্নয়ন ও ন্যায়ের পথ আরও প্রশস্ত হবে ইনশাআল্লাহ।
এসময় সংগঠনের পক্ষ থেকে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জনস্বার্থে দৃষ্টি আকর্ষণ করা হয়: নতুন ফায়ার সার্ভিসের সংযোজন ও জনসচেতনতা কার্যক্রম জোরদার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও যুব সমাজকে সুরক্ষা।
রাস্তাঘাট, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।
ধর্মীয় অনুভূতিকে সম্মান নিশ্চিত করা ও রাসূল (সা.)-এর অবমাননা যাতে কেউ না করে – এ বিষয়ে প্রশাসনিক তৎপরতা।
রাস্তাঘাটে দুর্ঘটনা প্রতিরোধে সাইনবোর্ড, গতিনিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ।
স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ নিরসনে প্রশাসন-জনগণ একসাথে কাজ করবে – এই প্রত্যাশা।
তারা আরও বলেন আমরা বিশ্বাস করি, সৎ সাহস, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে ভূরুঙ্গামারী একটি সুন্দর, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ।
এতে উপস্থিত ছিলেন- জনাব মাওলানা মাসউদ আহমদ (সবুজ) (সভাপতি), জনাব মাওলানা মোঃ জায়েদ নুর মোল্লা (সাধারণ সম্পাদক), জনাব মাওলানা মোঃ আমিনুল ইসলাম (সভাপতি-পাথরডুবি), জনাব মাওলানা মোঃ নাঈম হাসান (সাংগঠনিক সম্পাদক), জনাব মাওলানা মোঃ আলতাফ হোসেন (কোষাধক্ষ্য), জনাব মাওলানা মোঃ আব্দুল আজিজ (সা. সম্পাদক-আন্ধারীঝাড়), জনাব ক্বারী মোঃ যাকারিয়া হোসাইন (যাকী) (সাংগঠনিক সম্পাদক- আন্ধারীঝাড়), জনাব হাফেজ মোঃ হাবিব ঠিকাদার (মিডিয়া সম্পাদক), জনাব হাফে মোঃ মাহফুজুর রহমান (সহ-মিডিয়া সম্পাদক), জনাব মাওলানা মোঃ শাহজালাল, জনাব মাওলানা মোঃ নাজমুল হুদা, জনাব মাওলানা মোঃ হাফিজুর রহমান, জনাব হাফেজ মোঃ জাকির হোসেন, জনাব ক্বারী মোঃ তরিকুল ইসলাম, জনাব মোঃ আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।
0 Comments