রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:তারিখ:১৭-০৭-২০২৫ইং সন।কুড়িগ্রামের রাজারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ জুলাই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭-জুলাই), সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে জুলাই কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।
জুলাই স্মৃতি স্মরণে চব্বিশের আলোয় তেইশ দিনব্যাপী স্মৃতিচারণ,খেলা,ইতিহাস,উৎসব ও সংগ্রামের গল্পসহ বিভিন্ন ইভেন্টেের উপরে তেইশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলা কমিটি।
কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড.মো: রহমত আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশাদুজ্জামান,উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা আলহাজ্ব আরফানুল আলম।
এসময়ে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট উপজেলার আহবায়ক তোফায়েল আহমেদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুল ইসলাম,মুখপাত্র আবু মোহাম্মদ হাসান মেহেদী,যুগ্ম আহবায়ক সাইয়েদুর রহমানসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ
প্রতিবেদকঃ এনামুল হক সরকার, রাজারহাট,কুড়িগ্রাম
0 Comments