অশ্রুসিক্ত চোখে প্রিয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌসকে বিদায় জানালেন ভূরুঙ্গামারীর সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসার অনুভব। তারা বলেন— মোঃ গোলাম ফেরদৌস ছিলেন একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা, যিনি নিজের সহজ-সরল ব্যবহার, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ভূরুঙ্গামারীবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগভরা কণ্ঠে ইউএনও মোঃ গোলাম ফেরদৌস বলেন, “ভূরুঙ্গামারীর মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে, তা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো। উন্নয়ন ও সেবার যে চেষ্টা করেছি, তা আপনাদের সহযোগিতার ফল। আমি যেখানেই থাকি না কেন, ভূরুঙ্গামারীর জন্য আমার হৃদয়ে থাকবে একটি বিশেষ স্থান।”
অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং স্মারক উপহার প্রদান করা হয়। বিদায় মুহূর্তে মিলনায়তনজুড়ে নেমে আসে এক আবেগঘন নীরবতা, অনেকের চোখে দেখা যায় অশ্রু।
মোঃ গোলাম ফেরদৌস ২০২৩ সালের ২৭ আগস্ট ভূরুঙ্গামারীতে ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক দক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবামূলক কার্যক্রম এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে রেখে গেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা, সেবার মানসিকতা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে তিনি ভূরুঙ্গামারী উপজেলাকে একটি গতিশীল প্রশাসনিক ইউনিটে রূপ দিতে সহায়তা করেছেন।
সম্প্রতি প্রাপ্ত পেশাগত পদোন্নতির ফলে তিনি নতুন কর্মস্থলে যোগদানের জন্য ভূরুঙ্গামারী থেকে বিদায় নিচ্ছেন। কিন্তু তাঁর কর্মনিষ্ঠা ও মানবিকতার ছাপ এখানকার মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবে।
ভূরুঙ্গামারীবাসীর পক্ষ থেকে তাঁর নতুন কর্মজীবনে অশেষ শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়।
প্রতিবেদকঃ মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
0 Comments