Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভূরুঙ্গামারীতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলমার মৃত্যু

 


বিশেষ প্রতিনিধিঃ মোঃ মাইদুল ইসলাম


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মোঃ আল-আমিন মণ্ডলের মেয়ে, টিউলিপ কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীর ইলমা মণ্ডল (৮) রবিবার দুপুর ১২টার দিকে গোসল করতে গিয়ে বিদ্যুতের তারে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

স্থানীয়রা জানান, কালাচান মোড় সংলগ্ন বাড়িতে গোসলের সময় ইলমা অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে আঘাতপ্রাপ্ত হয়। কয়েক সেকেন্ডের মধ্যে সে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং বলেন,"শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। বিদ্যুৎ স্পর্শজনিত শকই মৃত্যুর কারণ বলে মনে হচ্ছে।"

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন,"ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Post a Comment

0 Comments