Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ভূরুঙ্গামারীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” শীর্ষক ভার্চুয়াল শপথ, আলোচনা সভা অনুষ্ঠিত

 


মোঃ মাইদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি


“জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ জুলাই, শনিবার ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ভার্চুয়াল শপথ গ্রহণ, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং মানবিক দর্শনভিত্তিক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দীপ জন মিত্র, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব শামসুল হক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে আহত ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে একটি নিরাপদ, মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে হলে সামাজিক সচেতনতা এবং পারস্পরিক সহমর্মিতা অপরিহার্য। নারী ও শিশুর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত থেকে আয়োজনটি কাভার করেন এবং অনুষ্ঠানটির তাৎপর্য ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শকরা উচ্ছ্বসিত প্রশংসা জানান এবং এই আয়োজনকে একটি সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

Post a Comment

0 Comments