আব্দুল হাকিম সবুজ, বিশেষ প্রতিনিধি
শনিবার ২৬ শে জুলাই সকাল ১০:০০ ঘটিকা হতে দুপুর ২:০০টা পর্যন্ত উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম ছড়ার পাড় নারিকেল বাড়ি গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোজখবর নেন উলিপুরের উদয়মান তরুন নেতা আব্দুস সোবহান।
দীর্ঘদিন থেকে রাজনীতির পাশাপাশি সামাজিক জনহিতকর ও উন্নয়নমুলক কর্মকান্ড ধারাবাহিক ভাবে করে আসায় উলিপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় মুখ হয়ে উঠেন আব্দুস সোবহান।
সাধারণ মানুষ আব্দুস সোবহান কে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে জরিয়ে ধরে তাদের সুখ দু:খের কথা জানান।এসময় নারিকেল বাড়ি গ্রামের নজরুল ইসলাম তার শ্বাসকষ্ট রোগের জন্য ইনহেলার শেষ হয়ে যাওয়ায় তার কাছে ইনহেলারের কথা বলতেই ইনহোলার সহ প্রয়োজনীয় ঔষুধ কেনার ব্যবস্থা করে দেন জন দরদী নেতা আব্দুস সোবহান।
একই গ্রামের গৃহহীন ষাটোর্ধ বৃদ্ধা বুলবুলি বেগমের আবাসস্থল টিনের ছাপরি ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ে।বৃদ্ধা তার ঘরটি সংস্কারের জন্য আবদার করলে সঙ্গে সঙ্গে দুই বান্ডিল টিনের ব্যবস্থা করে দেন।এছাড়াও থেতরাই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল মিয়ার হার্নিয়ার সমস্যা টাকার অভাবে ডাক্তার দেখাতে না পারার কথা জানালে সঙ্গে সঙ্গে নগদ টাকা দিয়ে রংপুরে ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।পাশ্ববর্তী দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়ার দাস পাড়ায় হিন্দু সম্প্রদায়ের শ্বশ্বানে যাওয়ার রাস্তা না থাকায় রাস্তা মেরামতের জন্য নগদ ১৫ হাজার টাকা সম্প্রদায়ের প্রধান জিতেন মাস্টারের কাছে প্রদান করেন।এছাড়াও মাজার মন্দির সহ বিভিন্ন অসহায় ও দুস্থ পরিবারের খোজ খবর নেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে যান।এসময় সাধারণ মানুষজন তার এই মহানুভতা দেখে তার গায়ে হাত বুলিয়ে দোয়া করে দেন।
মানুষের সেবা করার বিষয়ে উলিপুর উপজেলার উদয়মান এই তরুণ নেতা বলেন,জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জি এম কাদের মহোদয়ের নির্দেশনায় আমি আমার উপজেলাবাসীর সুখে দু:খে তাদের সঙ্গী হতে আমি সবার দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোজখবর নেওয়ার চেষ্টা করছি।
0 Comments