রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টায় বাছড়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন এম. সাইফুর রহমান মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলার যুগ্ম সমন্বয়কারী মোঃ রায়হান রাজু ও রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়াও বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি মোঃ আল মিজান মাহিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার সদস্য আহসান হাবীব সৌরভ।
বক্তারা বলেন, “বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে। কুড়িগ্রামের দারিদ্র্য দূরীকরণে বেকারত্ব সমস্যা সমাধান অত্যন্ত জরুরি, আর এর জন্য প্রয়োজন শিক্ষার মানোন্নয়ন ও টেকসই কর্মসংস্থান।”
তারা আরও বলেন, “এই লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যদি আমরা সবাই তার পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াই এবং নেতৃত্বের দায়িত্ব তার হাতে তুলে দিই, তবে একটি বৈষম্যহীন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
0 Comments