Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সাবেক ছাত্রনেতা মোঃ আসলাম হোসেন প্রিন্স এর সার্বিক তত্ত্বাবধানে হাডুডু খেলা অনুষ্ঠিত

 মোঃ আসলাম হোসেন প্রিন্স, (সাবেক যুগ্ম আহবায়ক ও প্রচার সম্পাদক), ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম এর সার্বিক তত্ত্বাবধানে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু ২০২৫ এর প্রথম রাউন্ড এর তৃতীয় খেলা অনুষ্ঠিত।



স্থানঃ জানজায়গীর স্কুল মাঠ সময়:১০ জুলাই রাত ৯ টা ৩০ ঘটিকায়।



উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুর রহমান লাভলু, (আহ্বায়ক, উলিপুর উপজেলা যুবদল) , প্রধান বক্তা মোঃ ছামিউল ইসলাম শামীম, (সদস্য সচিব,উলিপুর উপজেলা যুবদল) , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন আলমগীর, (আহবায়ক, উলিপুর পৌর যুবদল) , মোঃ তৌফিকুল ইসলাম (সদস্য সচিব , উলিপুর পৌর যুবদল), মোঃ সাইদুর রহমান, (যুগ্ম- আহবায়ক, উলিপুর উপজেলা যুবদল), আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হাসনাত রাজিব,(যুগ্ম আহবায়ক, উলিপুর উপজেলা যুবদল) 



আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল্লাহ আল মামুন,(আহবায়ক, দুর্গাপূর ইউনিয়ন যুবদল) এবং জনাব মোঃ জুয়েল রানা,(সদস্য সচিব, দুর্গাপূর ইউনিয়ন যুবদল), সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ তৌকির ইসলাম সেতু, (যুগ্ম আহবায়ক, জেলা সেচ্ছাসেবক দল কুড়িগ্রাম)। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম আজম।

সঞ্চালনায় ছিলেন, সাজ্জাদ হোসেন সাজু, (যোগাযোগ ও গনশিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রদল কুড়িগ্রাম জেলা) আরো উপস্থিত ছিল দূর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বৃন্দ।।

যব সমাজ কে মাদকাসক্তি, জুয়া এবং এবং সকল অপকর্ম থেকে দূরে রাখতে এ ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

গতকাল হয়েছে দুই দল ধরনীবাড়ি vs শাদির গ্রাম, বিজয়ী দল শাদির গ্রাম এটা প্রথম রাউন্ড এর তৃতীয় খেলা। মোট আটটি দল এই খেলায় অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments