Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে স্মারকলিপি প্রদান

 


প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন


মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত রাখার দাবিতে গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্রীন ভয়েস, নাগেশ্বরী উপজেলা শাখা এক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে।


এই কর্মসূচির অংশ হিসেবে আজ (তারিখ উল্লেখ করুন) গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহমেদের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপি প্রদান করেন গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী সুমন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


স্মারকলিপিতে নাগেশ্বরী উপজেলার মাঠ ও উন্মুক্ত স্থানগুলো সর্বসাধারণের জন্য খোলা রাখা, দখলমুক্ত রাখা এবং জনস্বার্থে সংরক্ষণের দাবি জানানো হয়।


বিশেষভাবে উল্লেখ করা হয়, নাগেশ্বরী ডিএম একাডেমী ফুটবল মাঠে বর্তমানে হস্ত ও বস্ত্র কুটির শিল্প বাণিজ্য মেলার আয়োজন মাঠের মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম ভবিষ্যতে যেন আর না হয়, সে বিষয়ে প্রশাসনকে দৃষ্টি দেওয়ার অনুরোধ জানানো হয়।


সভাপতি মোঃ মাইদুল ইসলাম মামুন ইউএনও মহোদয়কে বলেন,আমরা চাই নাগেশ্বরী উপজেলার প্রতিটি মাঠ সবার জন্য উন্মুক্ত থাকুক। বিশেষ করে ডিএম একাডেমী মাঠ যেন শুধুই খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। আপনারা সজাগ থাকবেন যাতে ভবিষ্যতে এমন কোনো আয়োজন এ মাঠে না হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সিব্বির আহমেদ গ্রীন ভয়েসের দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।


গ্রীন ভয়েস জানায়, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংগঠনের অঙ্গীকার 

"যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে"।


Post a Comment

0 Comments