Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি- বিশ্বনাথ পালকে এক মাসের কারাদণ্ড

 








কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির দায়ে বিশ্বনাথ পাল নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। অভিযানের সময় বিশ্বনাথ পালকে বালু বিক্রিরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা প্রদান করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, "নদী ও পরিবেশ রক্ষায় বালু উত্তোলন ও বিক্রির মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।"


এ সময় উলিপুর থানা পুলিশের একটি টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অভিযানের ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।


প্রতিবেদকঃ শাহজাহান খন্দকার, উলিপুর 

Post a Comment

0 Comments