২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম গোপালপুর ব্যাপারীটারী থেকে উঠে আসা তাসফিয়া তাইমুম তুশিন নিজের মেধার ছাপ রেখে উপজেলাজুড়ে আলোচনায় উঠে এসেছেন। ১৩০০ নম্বরের পরীক্ষায় তিনি ১২৩০ নম্বর পেয়ে উপজেলার দ্বিতীয় স্থান অধিকার করেন।
তুশিন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই অসাধারণ সাফল্য অর্জন করেন। তিনি নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তার বাবা তাজুল ইসলাম একজন শিক্ষক, যিনি গাগলা বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত। মা রাশেদা পারভীন একজন গৃহিণী।
ফলাফল প্রকাশের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তুশিন বলেন, “শুরুতে জিপিএ-৫ পাওয়ার খবর জেনে খুশি হয়েছিলাম। পরে যখন জানতে পারি আমি উপজেলায় দ্বিতীয় হয়েছি, তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ি। এই সাফল্যের পেছনে বাবা-মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সহযোগিতা ছিল অনন্য।” ভবিষ্যতে তিনি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।
তুশিনের বাবা মনে করেন, তার কন্যার নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এ সাফল্য সম্ভব করেছে। অন্যদিকে, মা রাশেদা পারভীনের চোখে মেয়ের এমন অর্জন যেন নিজেরই সফলতা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুক জানান, এ বছর তুশিন তাদের প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তিনি তুশিনকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা করেন।
0 Comments