Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার এক বছরের জন্য কমিটি ঘোষণা

 

কুড়িগ্রামের ঐতিহাসিক উলিপুর যে অঞ্চল একসময় ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সেই উলিপুর আজ নতুন করে প্রাণ পাচ্ছে পরিবেশ-সচেতনতা ও সবুজায়নের এক আশাব্যঞ্জক জাগরণে।


এক সময়ের ব্যস্ত নদীবন্দর উলিপুরের চাউল, পাট, গুঁড়, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য চাউলতো হয়ে যেত রাজশাহী, ঢাকা ও কলকাতার বাজারে। ঘোগাদহ ও ধরলার মোহনায় গড়ে উঠেছিল সমৃদ্ধ বাণিজ্যকেন্দ্র। আজ সেই অঞ্চলেই পরিবেশবাদী আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করছে দেশের অন্যতম বৃহৎ পরিবেশবান্ধব যুব সংগঠন "গ্রীন ভয়েস"।


জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রকৃতির প্রতি তরুণ প্রজন্মের দায়িত্ববোধ জাগ্রত করা এবং দেশব্যাপী সবুজায়নে অগ্রণী ভূমিকা পালন করতে গ্রীন ভয়েস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।


এই ধারাবাহিকতায়, গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় আগামী এক বছরের জন্য গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

সভাপতি: সারফারাজ সৌরভ, সাধারণ সম্পাদক: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: আল আলিফ ও রোমিও রায়হান


এই নবনির্বাচিত কমিটি উলিপুরে গ্রীন ভয়েসের কার্যক্রমকে আরও গতিশীল করে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করে একটি সবুজ ও সচেতন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।


গ্রীন ভয়েসের সবুজায়নের পতাকা উলিপুরের আকাশেও উড়ুক নতুন উচ্চতায় এই প্রত্যাশায় আগামী দিনের পথচলা শুরু হলো নতুন নেতৃত্বের হাত ধরে

Post a Comment

0 Comments