Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

কুড়িগ্রামের রাজারহাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ই মার্চ সকাল এগারোটায় উপজেলার সোনালী ব্যাংক চত্বর থেকে,রাজারহাট উপজেলাবাসী ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাওলানা গোলাম রব্বানীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহানুর রহমান শামীম। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ১নং সংগঠক মুনিবুল হক বসুনিয়া। বিশেষ বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির রাজু মিয়া ও রাশিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ মাহমুদ, আরিফুল ইসলাম, সোয়াইবুর রহমান, সামসুজ্জামান সজিব ও হাফেজ মোঃ মামুন ইসলাম। প্রতিবাদ সভা শেষে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মোঃ ওমর ফারুক বিল্লাহ।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন ৯০ দিনে নয়, ১৫ দিনের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অন্তর্বর্তী সরকারের প্রতি সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও করেন তারা।


প্রতিবেদকঃ ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট

Post a Comment

0 Comments