Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ফুলকুমার নদী থেকে বালু উত্তোলন: হুমকিতে সেতু-থানাঘাট বাজার

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, ফুলকুমার সেতু , ফসলি জমি ও নদীতীরের কয়েকটি ভূমিহীন পরিবার। এদিকে, বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। 

 

অভিযোগ সূত্রে জানা যায়, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজসহ বেশ কয়েক একর ফসলি জমি ও কয়েকটি ভূমিহীন পরিবার হুমকির মুখে পড়েছে। 

স্থানীয় বাসিন্দা মো. জানিক হোসেন বলেন, আমরা ভূমিহীন। সরকারি জমিতে থাকি। নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙনের হুমকিতে পড়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট হাটসেড, ব্রিজ, ফসলি জমি ভাঙনের হুমকিতে পড়েছে। এছাড়া ভূমিহীন পরিবার ভাঙন আতঙ্কে দিনাতিপাত করছে। ছাত্র জনতার বাধায় বালু তোলা কয়েকদিন বন্ধ থাকলেও ফের শুরু করেছে তারা।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, নদী থেকে বালু উত্তোলনকারীকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি বালু উত্তোলন বন্ধ করতে নারাজ।

এ বিষয়ে বালু উত্তোলনকারী নজরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার পৈতৃক জমি থেকে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছি। এতে কারো ক্ষতি হবার কথা না। ক্ষতি হলে আমি ক্ষতি পূরণ দেব।

পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ঘটনাস্থলে গিয়ে উত্তোলনকারীকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, সেখানে লোক পাঠানো হয়েছে । আশা করছি অবৈধ বালু উত্তোলন আজকের মধ্যে বন্ধ হয়ে যাবে।

তথ্যসূত্রঃ দ্যা  নিউজ

Post a Comment

0 Comments