কুড়িগ্রামের রৌমারীতে ইসলাম উদ্দিন (২৮) নামের এক দোকানের কর্মচারীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ সময় অপহরণকারী চক্রটি ৪ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় রৌমারী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীর পিতা আকবর আলী। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নন্দলাল চৌধুরী।
অপহরণের শিকার দোকানের কর্মচারী ইসলাম উদ্দিনের বাড়ি উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী এলাকায়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে।
ভুক্তভোগীর পিতা আকবর আলী জানান, গত ৯-১০ বছর রৌমারী বাজারের কদম আলীর হার্ডওয়্যারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন ইসলাম উদ্দিন। প্রতিদিনের মতো গত ১০ ফেব্রুয়ারি ওই দোকানে কর্মে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের আসেন তিনি। পরে রাতে বাড়িতে ফেরার কথা থাকলেও আর ফেরেননি ওই দোকান কর্মচারী। একপর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারসহ স্বজনরা। কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি তার। তবে ১০, ১১ ও ১২ মার্চ অজ্ঞাত পরিচয়ে ০১৮৫২২০৪৩৩৯ এই মোবাইল নম্বরে কল করে ৪ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রটি।
তিনি আরও জানান, দ্রুত টাকা না দিলে তারা আমার সন্তানকে নির্যাতন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন চক্রটি। আমি গরীব মানুষ বাহে, এতো টাকা কোথায় পাবো। তাই ছেলেকে উদ্ধারের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, এ ঘটনায় একটি ভুক্তভোগীর পবতা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তত দ্রুত সম্ভব ভুক্তভোগীকে অপহরণকারীর কাছে উদ্ধার করা হবে।
দ্য নিউজ
0 Comments