কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও গণহত্যা দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিবস দুটি যথাযথভাবে পালনে ভূমিকা রাখার আহ্বান জানান।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ও ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে
প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটরসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার দিবস দুটি যথাযথভাবে পালনে কমিটির সদস্যদের নাম ঘোষণাসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে তুলে ধরেন।
প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম
0 Comments